পুথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত গুলো মধ্যে অন্যতম কক্সবাজার সমুদ্র সৈকত। প্রায় বছরজুড়েই কক্সবাজারে বিদ্যমান থাকে নানা রকম পর্যটকদের আনাগোনা। দেশ ও দেশের বাইরে থেকে অনেক পর্যটক হিসেবে ভ্রমণ করতে আসেন। আর এই ভ্রমণের সময় কক্সবাজানে হোটেল ভাড়া নিয়ে অনেকেই বিভ্রান্তির মধ্যে পড়ে যান। আজ এই আর্টিকেলের মাধ্যমে আপনি কক্সবাজার হোটেল ভাড়া কত সেই সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।

প্রিয় পাঠক আপনি যদি কক্সবাজারের হোটেল ভাড়া সম্পর্কে না জেনে থাকেন তাহলে আজকের আর্টিকেলটি আপনার জন্য। এই আর্টিকেলের মাধ্যমে আপনি কক্সবাজার হোটেল প্যাকেজ, ৫০০ টাকায় কক্সবাজার হোটেল, কক্সবাজার কলাতলী হোটেল ভাড়া, কক্সবাজার হোটেল ভাড়া ২০২৪, কক্সবাজার হোটেল মোবাইল নাম্বার এছাড়াও কক্সবাজারে বিভিন্ন বিচে অবস্থিত হোটেল বা রিসোর্ট এর ভাড়ার তালিকা উল্লেখ করেছি।

কক্সবাজার হোটেল ভাড়া

কক্সবাজার বিশ্বের মধ্যে অন্যতম সমুদ্র সৈকত নামে পরিচিত। এটি বাংলাদেশের চট্টগ্রাম বিভাগে অবস্থিত। প্রতি বছর কক্সবাজার সমুদ্র সৈকতে হাজারো পর্যটকের সমাগম দেখা যায়। যার মধ্যে বিদেশি অনেক পর্যটকও বিদ্যমান থাকে। তবে ভ্রমনে আসার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে হোটেল ভাড়া করা।

কিন্তু অনেক সময় দেখা যায় যে পর্যটকদের মধ্যে হোটেল ভাড়া করা নিয়ে নানা রকম বিভ্রান্তি সৃষ্টি হয়ে থাকে। আর এই বিভ্রান্তির হাত থেকে রক্ষা পেতে হলে আপনাকে অবশ্যই কক্সবাজারের হোটেল ভাড়া সম্পর্কে অবগত হতে হবে। কেননা কক্সবাজারে আপনি কম খরচে হোটেল ভাড়া করতে পারেন এমনকি বেশি খরচ করেও হোটেলে থাকতে পারবেন।

অনেকে আছেন যারা কক্সবাজারের হোটেল ভাড়া সম্পর্কে অবগত না থাকার কারণে হোটেলে পৌঁছানোর পরে নির্ধারিত মূল্য থেকে অনেকাংশেই বেশি অর্থ দাবি করে থাকেন। আর তাই এই ধরনের সমস্যার হাত থেকে রক্ষা পেতে হলে আপনাকে অবশ্যই কক্সবাজার হোটেল ভাড়া সম্পর্কে একটি ভালো ধারণা থাকতে হবে।

কম খরচে কক্সবাজার হোটেল তালিকা

আমরা আগেই জেনেছি যে কক্সবাজারে হোটেল ভাড়ার ক্ষেত্রে আপনি নানা রকম তারতম্য দেখতে পাবেন। আপনি যদি ভালো পরিবেশে কিংবা বিলাসবহুল ভাবে থাকতে চান তবে আপনি এখানে লাখ টাকা দামের হোটেল বিদ্যমান রয়েছে তবে যারা চাচ্ছেন ভালো পরিবেশের মধ্যে একটু কম খরচে হোটেল ভাড়া করতে তাদেরও নিরাশ হওয়ার কোন উপায় নেই। কারণ আজ আমরা জানাবো ওই সকল হোটেল গুলো তালিকা যেগুলোতে আপনি কম খরচে কক্সবাজারে থাকতে পারবেন। তাই চলুন কথা না বাড়িয়ে জেনে নেই কম খরচে কক্সবাজার হোটেল তালিকা গুলো:

  • Sea Haven Guest House – সী হ্যাভেন গেস্ট হাউজ
  • Sea Hill Guest House – সী হিল গেস্ট হাউজ
  • Ocean Paradise – ওসেন প্যারাডাইস 
  • Urmi Guest House – উর্মি গেস্ট হাউজ
  • Sea Arafat Resort – সী আরাফাত রিসোর্ট
  • Inani Royal Resort – ইনানী রয়েল রিসোর্ট
  • Simon’s Beach – সায়মন বিচ
  • Hotel Sea Alif – হোটেল সী আলিফ
  • Blue Ocean – ব্লু ওসেন
  • Hotel in Kalatali –  হোটেল ইন কলাতলী 
  • Diamond Palace Guest House – ডায়মন্ড প্যালেস গেস্ট হাউজ

উপরিউক্ত এই হোটেল গুলোতে আপনি অনেকাংশেই কম ভাড়া দিয়ে কক্সবাজারে থাকতে পারবেন। আর এই হোটেলগুলোর থাকার পরিবেশও ভালো। কম খরচ হিসেবে এই হোটেলগুলোর মান ঠিকঠাক বলা চলে। 

কক্সবাজার হোটেল ভাড়ার তালিকা

অনেকেই প্রশ্ন করে থাকেন যে কক্সবাজার হোটেল ভাড়া কত সেই সম্পর্কে। মূলত কক্সবাজারের আপনি নানারকম ভাড়া দিয়ে থাকতে পারবেন এই ধরুন যে কম খরচের দিকে বিবেচনা করলে আপনি এখানে পেয়ে যেতে পারেন ৫০০ টাকা থেকে শুরু করে। এছাড়াও আপনি যদি একটু ভালো পরিবেশে কিংবা ভালো মানের হোটেলে থাকতে চান তাহলে আপনাকে গুনতে হতে পারে পাঁচ হাজার থেকে ২০ হাজার পর্যন্ত।

এমনকি আরো ভালো মানের হোটেলে থাকতে গেলে আপনাকে এর থেকেও বেশি টাকা খরচ করতে হতে পারে। তাই আপনার যদি বাজেট বেশি হয়ে থাকে তাহলে আপনি এ সকল হোটেল গুলোতে থাকতে পারেন অন্যথায় আপনার বাজেট কম হলে আপনি সেই হিসেবে হোটেল ভাড়া করতে পারেন। আপনাদের সুবিধার্থে কক্সবাজারে অবস্থিত কিছু হোটেল এর তালিকা তুলে ধরা হলোঃ

সিগাল হোটেল (Seagull Hotel)

লোকেশন:  হোটেল-মোটেল জোন, কক্সবাজার বীচ।

রুম ভাড়াঃ প্রতি রাতের জন্য ৫৮০০ হতে ৪৫,০০০ টাকা।

মোবাইল : 01766666531-34

ওয়েবসাইটঃ www.seagullhotelbd.com

হোটেল কোস্টাল পিস (Hotel Coastal Peace) 

লোকেশন: বাড়ি-৬, ব্লক-বি, কলাতলী রোড

রুম ভাড়াঃ  ৩,৫০০ থেকে  ৫,০০০ টাকা (প্রতি রাতের জন্য) 

মোবাইল  : 01755521726

ওশান প্যারাডাইস হোটেল – Ocean Paradise Hotel

লোকেশন:  ২৮-২৯ হোটেল মোটেল জোন, কলাতলী রোড।

রুম ভাড়াঃ প্রতি রাতের জন্য ৫0০০ হতে ৯০,০০০ টাকা।

মোবাইল : 01938846775

ওয়েবসাইটঃ www.oceanparadisehotel.com

সি পার্ল বিচ রিসোর্ট এবং স্পা – Sea Pearl Beach Resort & Spa

লোকেশন: জালিয়াপালং, উখিয়া, কক্সবাজার।

রুম ভাড়াঃ প্রতি রাতের জন্য ১১,০০০ হতে ১.২০,০০০ টাকা।

মোবাইল: 01844016001

এক্সোটিকা সাম্পান (Exotica Sampan Hotel & Resort) 

লোকেশন: মেরিন ড্রাইভ পয়েন্ট

মোবাইল  : +৮৮০ ১৮৭৬ ০০০০২২

মহাসাগরের স্বর্গ

লোকেশন: ২৮-২৯, হোটেল মোটেল জোন, কলাতলী

মোবাইল  : +৮৮ ০৯৬১৯ ৬৭৫ ৬৭৫

হোটেল কল্লোল –  Hotel Kollol

লোকেশন:  হোটেল মটেল জোন, কাল্লোল পয়েন্ট

মোবাইল  : ০১৩৪১ ৬৪৭৪৮ 

ইকরা বিচ হোটেল – Iqra Beach Hotel

লোকেশন: মেইন রোড, কোলাতলী

মোবাইল  : ০১৭৫১৫৫২৫১৭

সি কক্স রিসোর্ট – Hotel Sea Cox 

লোকেশন: New Beach Rd 

মোবাইল  : ০১৮১৫০১৪৮৪০

কক্স টুডে – Hotel The Cox Today

লোকেশন: প্লট-৭, রোড-০২, হোটেল মটেল জোন, কলাতলী

মোবাইল  : ০১৭৫৫৫৯৮৪৪৯

ডিভাইন ইকো রিসোর্ট – Divine Eco Resort

লোকেশন: কলাতলী সার্কেলের কাছে, ডিভাইন সানসেট বিচ

মোবাইল  : ০১৯৭২০৯০৯৫০

সায়েমান বিচ রিসোর্ট – Sayeman Beach Resort

লোকেশন: মেরিন ড্রাইভ রোড, কলাতলী

মোবাইল  : ৯৬১০৭৭৭৮৮৮

লং বিচ হোটেল – Long Beach Hotel Cox’s Bazar

লোকেশন:১৪ কলাতলী হোটেল-মোটেল জোন

মোবাইল  :  ০৩৪১ ৫১৮৪৩-৬

হোটেল সি ক্রাউন

লোকেশন: মেরিন ড্রাইভ, কলাতলী নিউ বিচ

মোবাইল  : ০১৮৩৩ ৩৩১৭০৩

হোটেল নিশোরগো

লোকেশন: প্লট নং ৪৯২ মেরিন ড্রাইভ রোড

মোবাইল  : ০১৮৫১ ৭০৩৭০১

হেরিটেজ হোটেল

লোকেশন:১৭৩-১, বাইপাস রোড, কলাতলী সার্কেল

মোবাইল  : ৩৪১ ৫২৬১১

রয়্যাল টিউলিপ হোটেল

লোকেশন: জালিয়াপালং, ইনানী, উখিয়া

মোবাইল  : +৮৮ ০৩৪১ ৫২৬৬৬-৮০

৫০০ টাকায় কক্সবাজার হোটেল

আমাদের মাঝে অনেকে প্রশ্ন করে থাকে যে ৫০০ টাকায় কক্সবাজার হোটেল ভাড়া পাওয়া যায় কিনা? সে সম্পর্কে আজ বিস্তারিত জানানোর চেষ্টা করব। তাই যাদের মনে এই প্রশ্নটি আসে যে ৫০০ টাকায় কক্সবাজার হোটেল ভাড়া পাওয়া যাবে কিনা তারা বিস্তারিত তথ্য জানতে পারবেন। আপনাদেরকে আশ্বস্ত করে বলা যায় যে ৫০০ টাকাতেও আপনি কক্সবাজারে হোটেল ভাড়া করতে পারবেন। কক্সবাজারে অনেকে আছেন যারা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে ঘুরতে আসেন তারা চান একটু কম খরচে ভ্রমণ করতে এবং হোটেলে ভাড়া থাকতে। 

কক্সবাজারে এমন বেশ কিছু হোটেল বিদ্যমান রয়েছে যেখানে হোটেল ভাড়া মাত্র 500 টাকা থেকে শুরু। এই হোটেল গুলোর মধ্যে আজ আমরা আপনাদেরকে একটি হোটেলের বিস্তারিত তথ্য তুলে ধরার চেষ্টা করব। আজ আমরা যে হোটেলটি সম্পর্কে জানতে চলেছে তার নাম হলো হোটেল আল শাফা  ।যোগাযোগ নাম্বার-০১৭৪০৭০৫২০২ । এই হোটেলটিতে আপনি খুব অল্প খরচের মধ্যে থাকতে পারবেন। 

কক্সবাজার কলাতলী হোটেল ভাড়া

কক্সবাজার কলাতলী খুবই জনপ্রিয় একটি এলাকা যার কারণে এখানে প্রায় সকল ধরনের হোটেল মটেল গুলোর দেখা পাওয়া যায়। তবে আপনি যদি কলাতলীতে হোটেল ভাড়া নিতে চান তবে এক রাতের জন্য আপনাকে গুনতে হবে সর্বনিম্ন ৫ হাজার টাকা। এছাড়াও এখানে আপনি বিলাসবহ থাকার সুবিধার্থে ফাইভস্টার হোটেল গুলোতে থাকতে পারেন। যেখানে লাখ টাকা পর্যন্ত হোটেল ভাড়া হতে পারে । নিচে কক্সবাজার কলাতলী হোটেল গুলো তালিকা তুলে ধরা হলো:  

হোটেল কোস্টাল পিস (Hotel Coastal Peace) 

লোকেশন: বাড়ি-৬, ব্লক-বি, কলাতলী রোড

মোবাইল  : 01755521726

উইন্ডি টেরেস বুটিক হোটেল

লোকেশন: ৩৯-৪০, ব্লক – সি, কলাতলী, কক্সবাজার,

আনুমানিক খরচঃ ৩৭২০/-

সায়েমান বিচ রিসোর্ট – Sayeman Beach Resort

লোকেশন: মেরিন ড্রাইভ রোড, কলাতলী

মোবাইল  : ৯৬১০৭৭৭৮৮৮

রয়্যাল পার্ল সার্ভিসড অ্যাপার্টমেন্ট এন্ড স্যুট

লোকেশন: প্লট ৮২, ব্লক – এ, কলাতলী, কক্সবাজার

খরচঃ ২৮৮০/-

হেরিটেজ হোটেল

লোকেশন:১৭৩-১, বাইপাস রোড, কলাতলী সার্কেল

মোবাইল  : ৩৪১ ৫২৬১১

ওশান প্যারাডাইস হোটেল – Ocean Paradise Hotel

লোকেশন:  ২৮-২৯ হোটেল মোটেল জোন, কলাতলী রোড।

মোবাইল : 01938846775

গ্রেস কক্স স্মার্ট হোটেল

লোকেশন: প্লট ২২, ব্লক – সি, কলাতলী, সি বিচ রোড, কক্সবাজার

হোটেল সি ক্রাউন

লোকেশন: মেরিন ড্রাইভ, কলাতলী নিউ বিচ

মোবাইল  : ০১৮৩৩ ৩৩১৭০৩

ইকরা বিচ হোটেল – Iqra Beach Hotel

লোকেশন: মেইন রোড, কোলাতলী

মোবাইল  : ০১৭৫১৫৫২৫১৭

শেষ কথা

প্রিয় পাঠক কক্সবাজার হোটেল ভাড়া সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করেছি। আমাদের আজকের এই আর্টিকেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। এই ধরনের আরও আর্টিকেল পড়তে আমাদের ওয়েবসাইট প্রতিনিয়ত ভিজিট করুন। এতক্ষণ পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকবেন ভালো থাকবেন এই আশা রেখে শেষ করছি আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *