আসসালামুয়ালাইকুম আশা করি সবাই ভাল আছেন। আজ আমরা আপনাদের মাঝে সিঙ্গেল গ্যাসের চুলার দাম কত Single gas stove Price in bangladesh সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরার চেষ্টা করব। তাই আপনি যদি সিঙ্গেল গ্যাসের চুলার দাম কত সে সম্পর্কে জানতে চান তাহলে সম্পূর্ণ আর্টিকেলটি পড়তে থাকুন।

প্রিয় পাঠক আপনি নিশ্চয়ই গ্যাসের চুলার দাম সম্পর্কে জানতে আমাদের এই আর্টিকেলটি ওপেন করেছেন। এজন্য আপনাকে জানাই সুস্বাগতম। আপনি যদি আজকের আর্টিকেলটি সম্পূর্ণ পড়েন তাহলে Single gas stove Price in bangladesh সিঙ্গেল গ্যাসের চুলা গুলোর দাম সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।

ভূমিকা

আমাদের মাঝে অনেকে আছেন যাদের পরিবারের সদস্য সংখ্যা কম। পরিবারের সদস্য সংখ্যা কম হওয়ার কারণে রান্না করার প্রয়োজনও পড়ে কম। এজন্য অনেকেই ডাবল গ্যাসের চুলার পরিবর্তে সিঙ্গেল গ্যাসের চুলা নিতে আগ্রহী হন। কিন্তু সঠিক ধারণা না থাকার কারণে গ্যাসের চুলা কিনতে অসুবিধা হয়ে যায়।

আজকে আমরা এই আর্টিকেলের মাধ্যমে আপনাদেরকে ভালো মানের সিঙ্গেল কিছু গ্যাসের চুলার দাম নিয়ে বিস্তারিতভাবে তুলে ধরার চেষ্টা করব। আপনি আরো জানতে পারবেন আরএফএল সিঙ্গেল গ্যাসের চুলার দাম কত, কাচের গ্যাসের চুলার দাম ইত্যাদি বিষয় সম্পর্কে। তাই চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক।।

সিঙ্গেল গ্যাসের চুলার দাম কত

ডাবল গ্যাসের চুলা থেকে সিঙ্গেল গ্যাসের চুলার দাম অনেকাংশে কম হয়ে থাকে। বাংলাদেশে বর্তমানে নানা ধরনের ব্র্যান্ডের ছোলা বিদ্যমান রয়েছে। যেহেতু গ্যাসের চুলার মার্কেট গুলোতে প্রতিযোগিতা অনেকাংশে বৃদ্ধি পেয়েছে তাই আপনি খুব সহজেই ভালো মানের গ্যাসের চুলা কিনতে পারবেন।

গ্যাসের চুলার মার্কেট প্রতিযোগিতা বৃদ্ধি পাওয়ার কারণে অনেকেই নানা রকম সুযোগ-সুবিধা প্রদান করে থাকছে এই ধরুন গ্যাসের চুলার গ্রাহকদের জন্য নানারকম ওয়ারেন্টি গ্যারান্টি ফ্যাসিলিটি যুক্ত করেছেন। বর্তমানে প্রায়ই সকল ব্যান্ড গুলোতে এই ধরনের ওয়ারেন্টি গ্যারান্টি সুযোগ সুবিধাগুলো প্রদান করে থাকে।

এজন্য গ্যাসের চুলা ক্রয় করার পূর্বে অবশ্যই এই ধরনের সুযোগ সুবিধাগুলো যাচাই-বাছাই করে কিনতে হবে। আপনার কি ধরনের বাজেট রয়েছে সেইটার ওপর ভিত্তি করে আপনি বাছাই করে নিতে পারেন কোন গ্যাসের চুলাটি আপনার জন্য সেরা হবে। নিচে আপনার বাজেটের মধ্যে কিছু গ্যাসের চুলার দাম সম্পর্কে বিস্তারিত বর্ণনা করা হলো।

WALTON Single Burner SS Gas Stove WGS SSH90 (LPG)

আপনার বাজেট যদি দুই হাজারের নিচে হয়ে থাকে তাহলে এই চুলাটি কিনতে পারেন। ওয়ালটন ব্র্যান্ডের Gas Stove WGS SSH90 (LPG) এই চুলটি দিয়ে বর্তমান দাম ১৬৫০ টাকা। ওয়ালটন ব্র্যান্ডের সিঙ্গেল এই গ্যাসের চুলাটি নানারকম কনফিগারেশন বিদ্যমান রয়েছে। নিচে এই গ্যাসের চুলাটির আরো কিছু বর্ণনা দেওয়া হলঃ

আরো পড়ুনঃ RFL Gas Stove price in Bangladesh

single gas stove price in bangladesh

  • ব্র্যান্ডের নামঃ WALTON
  • মডেলঃ WGS SSH90 (LPG)
  • মূল্যঃ ১৬৫০ টাকা
  • রেটেড তাপঃ 2.8 কিলোওয়াট
  • নেট ওজনঃ 1.65 কেজি
  • মোট ওজনঃ 2.2 কেজি
  • বার্নার ধরণঃ মৌচাক
  • কালারঃ মিক্সড

এই চুলাটি ব্যবহার করলে গ্যাস কম খরচ হবে। এছাড়াও এটিতে বিদ্যমান রয়েছে শক্তিশালী স্পিনলেস স্টিল বডি ফ্রেম। এই গ্যাসের চুলাটির বার্নার ডিজাইন করা হয়েছে দক্ষ ও টেকসই শিখা তাপের জন্য। এই গ্যাসের চুলাটিতে বিদ্যমান রয়েছে দীর্ঘজীবনের জন্য শক্তিশালী জিক জ্যাক টাইপ নিকেল ইলেকট্রোপ্লেটেড প্যান। এছাড়াও রান্নার সময় কোন প্রকার দুর্ঘটনা হতে পতিরোধ করার জন্য প্যান সাপোর্টেড লকিং সিস্টেম । এই গ্যাসের চুলার বার্নার ও ইগনিটার সমন্বয় নীল শিখা নিশ্চিত করে থাকে।

Walton Glass Top Single Burner WGS-SGC1 (LPG)

আপনার বাজেট যদি দুই হাজারের উপরে তাহলে এই চুলাটি কিনতে পারেন। ওয়ালটন ব্র্যান্ডের Walton Glass Top Single Burner WGS-SGC1 (LPG) এই চুলটির বর্তমান দাম ২৪৯৯ টাকা। ওয়ালটন ব্র্যান্ডের সিঙ্গেল এই গ্যাসের চুলাটি নানারকম কনফিগারেশন বিদ্যমান রয়েছে। নিচে এই গ্যাসের চুলাটির আরো কিছু বর্ণনা দেওয়া হলঃ

single gas stove price in bangladesh

  • ব্র্যান্ডের নামঃ WALTON
  • মডেলঃ WGS-SGC1 (LPG)
  • মূল্যঃ ২৪৯৯ টাকা
  • বার্নার ধরণঃ স্টেইনলেস স্টীল
  • কালারঃ মিক্সড

প্রতিটি ইগনিটারের জন্য 50,000-55,000 বার স্বয়ংক্রিয় ইগনিশন বিদ্যমান রয়েছে। এছাড়াও এটিতে বিদ্যমান রয়েছে দীর্ঘ সময়ের মরিচা সুরক্ষার জন্য স্টেইনলেস স্টীল বডি ফ্রেম। এই গ্যাসের চুলাটিতে রয়েছে মার্জিত এবং অনন্য ডিজাইনের টেম্পারড গ্লাস টপ প্যানেল।

এই গ্যাসের চুলাটিতে বিদ্যমান রয়েছে 0.4 মিমি পুরুত্বের শক্তিশালী এসএস বডি ফ্রেম। স্টেইনলেস স্টীল বার্নার সমর্থন বার। এছাড়াও রান্নার সময় কোন প্রকার দুর্ঘটনা হতে পতিরোধ করার জন্য প্যান সাপোর্টেড লকিং সিস্টেম । এই গ্যাসের চুলার বার্নার ও ইগনিটার সমন্বয় নীল শিখা নিশ্চিত করে থাকে।

Omera Single Gas Burners OSB-101

আপনার বাজেট যদি তিন হাজারের উপরে হয়ে থাকে তাহলে এই চুলাটি কিনতে পারেন। ওমেরা ব্র্যান্ডের Gas Burners OSB-101 এই চুলটি দিয়ে বর্তমান দাম ৩২০০ টাকা। ওমেরা ব্র্যান্ডের সিঙ্গেল এই গ্যাসের চুলাটি নানারকম কনফিগারেশন বিদ্যমান রয়েছে। নিচে এই গ্যাসের চুলাটির আরো কিছু বর্ণনা দেওয়া হলঃ

single gas stove price in bangladesh

  • ব্র্যান্ডের নামঃ Omera
  • মডেলঃ Gas Burners OSB-101
  • মূল্যঃ ৩২০০ টাকা
  • রেটেড তাপঃ ৪.৩ কিলোওয়াট
  • কালারঃ 135mm আয়রন বার্নার ব্রাস কালার
  • শক্তি সঞ্চয়ঃ ৩০%
  • আকার: 285.0mmX395.0mmX105.0mm

এছাড়াও অন্যান্য ফ্যাসিলিটি গুলো হলো ব্যাকলাইট বিদ্যামান, তার সাথে সাথে মেটাল সুইচ রয়েছে। এই গ্যাসের চুলার বার্নার ও ইগনিটার সমন্বয় নীল শিখা নিশ্চিত করে থাকে। এছাড়াও রান্নার সময় কোন প্রকার দুর্ঘটনা হতে পতিরোধ করার জন্য প্যান সাপোর্টেড লকিং সিস্টেম ।

আরএফএল সিঙ্গেল গ্যাসের চুলার দাম কত

বর্তমান প্রেক্ষাপটে আরএফএল এর গ্যাসের চুলা বাংলাদেশে ব্যাপক পরিমাণ চাহিদা বৃদ্ধি পাচ্ছে। আরএফএল এর গ্যাসের চুলা মানসম্মত হওয়ার কারণে অনেকেই এটি কিনতে আগ্রহী হয়ে থাকেন। বর্তমানে আরএফএল এর ইতিহাসের অনেক রকম চুলা পাওয়া যাচ্ছে। আপনার বাজেটের মধ্যে আরএফএল সিঙ্গেল গ্যাসের চুলার কিছু তালিকা তুলে ধরার চেষ্টা করব। যার মধ্যে থেকে আপনার পছন্দমত একটি কে বেছে নিতে পারেন।

RFL Auto Gas Stove LPG 17 GN

আপনার বাজেট যদি দুই হাজারের ‍উপরে হয়ে থাকে তাহলে এই চুলাটি কিনতে পারেন। আরএফএল ব্র্যান্ডের Auto Gas Stove LPG 17 GN এই চুলটি দিয়ে বর্তমান দাম ২৮১২ টাকা। আরএফএল ব্র্যান্ডের সিঙ্গেল এই গ্যাসের চুলাটি নানারকম কনফিগারেশন বিদ্যমান রয়েছে। নিচে এই গ্যাসের চুলাটির আরো কিছু বর্ণনা দেওয়া হলঃ

single gas stove price in bangladesh

  • ব্র্যান্ডের নামঃ আরএফএল
  • মডেলঃ Gas Stove LPG 17 GN
  • মূল্যঃ ২৮১২ টাকা
  • রেটেড তাপঃ ৩.৪ কিলোওয়াট
  • আকারঃ (370mmX320mmX118mm)(L:37XW:32XH:11.8)CM
  • বার্নার ধরণঃ 100mm এবং 30mm ব্রাস বার্নার ক্যাপ
  • কালারঃ মিক্স
Single-gas-stove-Price-in-bangladesh-সিঙ্গেল-গ্যাসের-চুলার-দাম-কত-জেনে-নিন

এই চুলাটি এলপিজির জন্য উপযুক্ত এছাড়াও ব্যবহার করলে গ্যাস কম খরচ হবে। এছাড়াও এটিতে বিদ্যমান রয়েছে ডিজাইন সহ টেম্পারড গ্লাস টপ প্যানেল। এই গ্যাসের চুলাটির অটো ইগনিশন এবং ব্লু ফ্লেম। এই গ্যাসের চুলাটিতে 50,000 বার অটো ইগনিশন। এছাড়াও রান্নার সময় কোন প্রকার দুর্ঘটনা হতে পতিরোধ করার জন্য প্যান সাপোর্টেড লকিং সিস্টেম ।

RFL Single SS Auto Gas Stove LPG A-102

আপনার বাজেট যদি দুই হাজারের ‍নিচে হয়ে থাকে তাহলে এই চুলাটি কিনতে পারেন। আরএফএল ব্র্যান্ডের Single SS Auto Gas Stove LPG A-102 এই চুলটি দিয়ে বর্তমান দাম ১৪৭৪ টাকা। আরএফএল ব্র্যান্ডের সিঙ্গেল এই গ্যাসের চুলাটি নানারকম কনফিগারেশন বিদ্যমান রয়েছে। নিচে এই গ্যাসের চুলাটির আরো কিছু বর্ণনা দেওয়া হলঃ

single gas stove price in bangladesh

  • ব্র্যান্ডের নামঃ আরএফএল
  • মডেলঃ Single SS Auto Gas Stove LPG A-102
  • মূল্যঃ ১৪৭৪ টাকা
  • রেটেড তাপঃ ৩.৪ কিলোওয়াট
  • ফাংশন: অটো ইগনিশন
  • বার্নার ধরণঃ উন্নত মানের বড় বার্নার
  • কালারঃ মিক্সড

এই চুলাটি এলপিজির জন্য উপযুক্ত এছাড়াও ব্যবহার করলে গ্যাস কম খরচ হবে। এছাড়াও এটিতে বিদ্যমান রয়েছে ডিজাইন সহ স্টেইনলেস স্টীল প্যানেল টেম্পারড গ্লাস টপ প্যানেল। এই গ্যাসের চুলাটির স্মার্ট এয়ার অ্যাডজাস্টার আগুনের নীল শিখা নিশ্চিত করে থাকে, মরিচা মুক্ত, অটো ইগনিশন এবং ব্লু ফ্লেম, উন্নত মানের বড় বার্নার, এই গ্যাসের চুলাটিতে 50,000 বার অটো ইগনিশন। এছাড়াও বহন এবং পরিষ্কার করা সহজ।

শেষ কথা

প্রিয় পাঠক আপনি নিশ্চয়ই আপনার পছন্দের সিঙ্গেল গ্যাসের চুলাটি বেছে নিতে পেরেছেন। আজ আমরা এই আর্টিকেলের মাধ্যমে আপনাকে কিছু সিঙ্গেল গ্যাসের চুলার দাম গুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। আমাদের আজকের এই আর্টিকেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে।

তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। এই ধরনের আরও আর্টিকেল পড়তে আমাদের ওয়েবসাইট প্রতিনিয়ত ভিজিট করুন। এতক্ষণ পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকবেন ভালো থাকবেন এই আশা রেখে শেষ করছি আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *